মোস্তাইল পাচপীরতলা বালকিা দাখলি মাদরাসা
শাজাহানপুর, বগুড়া।
একাডেমিক ক্যালেন্ডার /২০১৯
*চাঁদ দেখার উপর নির্ভরশীল।
বিদ্যালয়ের নির্ধারিত দিনঃ
বিদ্যালয়ে ভর্তিঃ ২৫ ডিসেম্বর-১৫ জানুয়ারি।
১ লা জানুয়ারিঃ পাঠ্যপুস্তক দিবস।
এস,এস,সি/জে,এস,সি/নবম (ভোক) ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে পাঠদান স্থগিত।
জাতীয় দিবসঃ- ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস স্থগিত থাকবে কিন্তু দিবসগুলো উদযাপন করা হবে।
জানুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান জানুয়ারি মাসে।
নবীনবরণ/ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল জানুয়ারি মাসে।
শিক্ষা সফর জানুয়ারি, জুন অথবা ডিসেম্বর মাসে।