ক্রীড়া সূচি ও ক্রীড়া ক্ষেত্রে অর্জনসমূহ
ইতোপূর্বে অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী উপজেলা ও জেলা পর্যায়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট, দাঁড়িয়াবাঁধা, গোল্লাছুট, কাবাডি ও বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধূলায় অংশগ্রহণ করে চ্যাম্পয়িন হয়ে পুরষ্কার প্রাপ্ত হয়। পুরষ্কার সমূহঃ সীলড্ ক্রেস্ট, কাপ ও মেডেল।
খেলাধূলাসমূহঃ ফুলবল, ভলিবল, ক্রিকেট, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লোহার বল নিক্ষেপ, রশি খেলা, স্মৃতির দৌড়, মোরগের লড়াই, হাঁস ধরা, সাঁতার দৌড়, বিস্কিট দৌড়, ব্যাঙের লাফ প্রভূতি।
সাংস্কৃতিক ও স্কাউটস কর্মকান্ড
কোরআন তেলাওয়াত
দেশাত্মবোধক গান
আধুনিক গান
কবিতা আবৃত্তি
ডিসপ্লে
মার্চ-পাস্ট
রণ সংগীত
কুচ কাওয়াজ
কৌতুক
নাটক/নাটিকা
বিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা।
স্কুল মসজিদে ইবাদত করা।
মাঠকে খেলাধুলার উপযোগী করা ও খেলাধুলায় অংশগ্রহণ করা।
চিকিৎসা শিবিরে স্বেচ্ছাসেবী সার্ভিস দেয়া।
জাতীয় কর্মসূচি মোতাবেক প্রচারণা এবং সক্রিয় অংশগ্রহণ করা।
১লা বৈশাখ উদযাপন।
স্কাউট সমাবেশে অংশগ্রহণ।
সততা ষ্টোর।