Breaking News
- অত্র এলাকায় নারীদের ইসলামী ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ১৯৭৯ সালে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।
- স্থানীয়, গরীব, দুঃখী ও সর্বসাধারণের সুবিধার্থে সুশিক্ষিত করা।
- ব্যক্তিগত, সামাজিক, জাতীয়ভাবে সর্বসস্তরের জনগণকে সেবা দান করা।
- সভ্যতার বিকাশ ও আত্নকর্মসংস্থানের মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধ করা।
১৯৭৯ খ্রীষ্টাব্দে মোস্তাইল গ্রামের মৃত অছিম উদ্দিন সরকার, মোঃ সমশের আলী, মৃত মোহাম্মদ আলী, ওহেদ আলী, মৃত নুরুন্নবী মন্ডল, মৃত আব্দুল কাদের আকন্দ, মৃত লাল মোহাম্মদ, মোঃ আব্দুল খালেক আকন্দ ও মৃত আব্দুল জলিল গ্রাম বোহাইল অত্র এলাকার আরও অনেকের সার্বিক সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় মোস্তাইল পাঁচপীরতলা এবতেদায়ী মাদরাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসায় ১ম হতে ৯ম শ্রেণি র্পযন্ত র্ভতি হওয়া যাব।
বিঃ দ্রঃ বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট যোগাযোগ করতে হবে।
যোগাযোগঃ ০১৭৪৬-৯০০০৪৭
[bangla_time]
[bangla_day]
[bangla_date]
[english_date]
[hijri_date]
মোঃ বিলাল হোসেন
দৈনিক শ্রেণী ভিত্তিক ছাত্র/ছাত্রী উপস্থিতি
তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৯
- মহান স্রষ্টার ইবাদত করা।
- পিতা-মাতা ও গুরুজনদের সম্মান করা ও তাঁদের আদেশ-উপদেশ মেনে চলা।
- বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা।
- অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা মেনে চলা।
- দেশ ও জাতির সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করা।